আজ শিলিগুড়ির ৪৫ নাম্বার ওয়ার্ডে রতনলাল ব্রাহ্মণ রোড নিবাসী শ্রী কুমার রাই জার নিজস্ব কোনো বাড়ী নেই, স্থায়ী কাজ নেই। ফলে তিনি তার ৫ জন সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চরম অর্থ সংকটে ও খাদ্য সংকটের মধ্যে পড়েছেন। এক সাংবাদিক বন্ধুর দ্বারা রেড ভলেন্টিয়ার্স বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটি খবরটি পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে উনার হাতে ১০ দিনের খাদ্য সামগ্রী(চাল, ডাল, সয়াবিন, তেল, নুন, আলু, পেয়াঁজ, চিনি, চা পাতা, বিস্কুট, দূধ, সাবান, senitizar ও মাস্ক) তুলে দেওয়া হয়।
Tags:
India News