ফাঁসিদেওয়া জুড়ে স‍্যানিটাইজ করল লিচুপাখারি স্টুডেন্ট ক্লাবের সদস্যরা


 রাজ্যে দিনের-পর-দিন  করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে   শুধু শহরে নয় গ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ।


সংক্রমণ রোধে এবার এগিয়ে এল ফাঁসিদেওয়া ব্লকের লিচুপাখারি স্টুডেন্ট ক্লাবের সদস্যরা এদিন স্টুডেন্ট ক্লাবের সদস্যরা ফাঁসিদেওয়ার বিভিন্ন দোকানে স‍্যানিটাইজ করেন।


Post a Comment

Previous Post Next Post