ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন আঠারোখাই- মাটিগাড়া- শুশ্রুত নগর লোকাল কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো



 ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন আঠারোখাই- মাটিগাড়া- শুশ্রুত নগর লোকাল  কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো 

কম: অনিল সাহা নগর (কাওয়াখালী শিশু শিক্ষা কেন্দ্র) ও কম: সুচিত্রা সরকার মঞ্চে। এই

সম্মেলনে প্রায় শতাধিক যুবক যুবতী মাটিগাড়া শুশ্রুত  নগর আঠারোখাই থেকে উপস্থিত হয়েছিল। সন্মেলন থেকে লোকাল কমিটি ভেঙ্গে নতুনরূপে আঠারোখাই - মাটিগাড়া এবং শুশ্রুত নগরকে আলাদাভাবে লোকাল কমিটি তৈরি করা হয়। আঠারোখাই - মাটিগাড়া লোকাল কমিটির নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ নান্টু কুন্ডু ও সভাপতি নির্বাচিত হলেন কম আপ্পু আলম অপর দিকে কম: সুকান্ত ঘোষ কে সম্পাদক ও কম: তৃণাঙ্কুর হালদারকে সভাপতি নির্বাচন করে শুশ্রুত নগর লোকাল কমিটি তৈরী করা হয়। DYFI পশ্চিম বঙ্গ রাজ‍্য কমিটির সদস‍্যা কম: মীরা রায়ের হাত দিয়ে সংগঠনের  পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে কম: উদয়ন দাশগুপ্ত আন্তর্জাতিক জাতীয় রাজ‍্য জেলার ভংঙ্কর পরিস্থিতির কথা উল্লেখ করেন। এছাড়া উপস্থিত ছিলেন CPIM পার্টি নেতৃত্বে কম: ভবেন্দু আচার্য কম: তাপস সরকার কম: পিনাকী বনিক কম: দিবাকর সরকার কম: কুমার শর্মা কম: অসীম চৌধুরী কম: দিননাথ বর্মন কম: সৌরাশিস রায় কম: মৌসুমী সেনগুপ্ত কম: শচীন খাতি প্রমূখ

সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব‍্যপক উৎসাহ ও উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।।

Post a Comment

Previous Post Next Post